পশ্চিমবঙ্গ সরকারের একটি বিখ্যাত প্রকল্প হাসির আলো প্রকল্প। বর্তমান সময়ে যে হারে দৈনন্দিন জীবনের ব্যবহার করা জিনিস পত্রের দাম বাড়ছে সেখানে দাঁড়িয়ে গরিব মানুষ থেকে সাধারণ মানুষ সকলেরই নাজেহাল অবস্থা।
এমন অবস্থা থেকে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দেবার জন্য রাজ্য সরকার হাসির আলো প্রকল্পের উদ্ধোধন করেন।
হাসির আলো প্রকল্পের সুবিধা।
হাসির আলো প্রকল্পের আওতায় সাধারণ মানুষদের রাজ্য সরকার ৭৫ ইউনিট পর্যন্ত ফ্রী বিদ্যুৎ প্রদান করে থাকে। অর্থাৎ আপনার বাড়িতে যদি এই প্রকল্পের আওতায় বিদ্যুৎ কানেকশন নিয়ে থাকেন তবে আপনি ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রীতে পেয়ে যাবেন।
এখানে বলে রাখা উচিৎ যে, যদি তিনমাসে আপনি ৭৫ ইউনিটের বদলে ৭৬ ইউনিট বিদ্যুৎ খরচ করেন তবে আপনাকে ৭৬ ইউনিট বিলের টাকা জমা করতে হবে। কিন্তু ৭৫ ইউনিট বা কার কম বিদ্যুৎ খরচ কররে আপনার বিদ্যুতের বিল আসবে শূণ্য।
হাসির আলো প্রকল্প কাদের জন্য?
(ক) হাসির আলো প্রকল্পে শুধুমাত্র নিজস্ব বাড়ির জন্য আবেদন করা সম্ভব। কোনোরকম অফিস কিংবা কর্মক্ষেত্রের জন্য এই প্রকল্পের আওতায় আবেদন করা যাবে না।
(খ) আপনার ইলেকট্রিক কানেকশনের লোড হতে হবে ৩০০ ওয়ার্ডের মধ্যে। আপনি যখন এই প্রকল্পের আওতায় আবেদন করবেন তখন নিজের ইলেকট্রিক লোড জেনে নেবেন।
(গ) আপনি তিনমাসে যদি ৭৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ করে থাকেন তবে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
প্রকল্প | হাসির আলো |
ফ্রী বিদ্যুৎ | ৭৫ ইউনিট |
উদ্বোধক | পশ্চিমবঙ্গ সরকার |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbsedcl.in |
আবেদন করবেন কিভাবে?
হাসির আলো প্রকল্পে আবেদন করতে হলে আপনি বিভিন্ন উপায়ে আবেদন করতে পারবেন।
(ক) আপনি সরাসরি ইলেকট্রিক অফিসে গিয়ে হাসির আলো প্রকল্পের ফর্ম সংগ্রহ করে এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।
(খ) আপনি কোনো CSP থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
(গ) আপনি দুয়ারে সরকারে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।