ডঃ বিধান চন্দ্র রায় সম্মান কেন দেওয়া হয়? আজ পর্যন্ত কারা কারা এই সম্মান পেয়েছেন।

ভারতে ডাক্তারদের জন্য সর্বোচ্চ সম্মান ডঃ বিধান চন্দ্র রায় সম্মান (ড. বিধান চন্দ্র রায় পুরস্কার)। এই সম্মান শুধুমাত্র একজন ডাক্তারই পেতে পারেন। প্রতিবছর চিকিৎসক দিবস অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ দিল্লিতে এই পুরষ্কার দেওয়া হয়ে থাকে।

এই সম্মান দেওয়া হয় বিভিন্ন কারনে-

(ক) যে সমস্ত ডাক্তার চিকিৎসা বিজ্ঞানে তাদের অবদান রাখেন তারা এই পুরষ্কার পেয়ে থাকেন।

(খ) চিকিৎসার পাশাপাশি জনসেবা ও গবেষনার জন্যও এই সম্মান দেওয়া হয়ে থাকে।

মোট চারটি ক্ষেত্রে ডাক্তারদের এই সম্মান দেওয়া হয়-

  • চিকিৎসা শাস্ত্র
  • বিজ্ঞান
  • কলা
  • সামাজিক কাজ

এই সম্মান কবে থেকে শুরু হয় এবং কিভাবে শুরু হয়?

ডক্তর বিধান চন্দ্র রায় ছিলেন বাংলা তথা পশ্চিমবঙ্গে একজন বিখ্যাত ডাক্তার। এর পাশাপাশি তিনি পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রীও ছিলেন। চিকিৎসা বিজ্ঞানে তিনি অসাধারণ ভূমিকা রেখেছিলেন। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গকে উন্নতির শিখরে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন।

তার জনদরদী মন সারাজীবন তাকে জনকল্যানের কাজে যুক্ত রেখেছিলো। ভারতের শিক্ষা এবং সংস্কৃতির উন্নতিতে তার হাত ছিল।

তার এই বহুমুখী প্রতিভার জন্যে তাকে ভারতরত্নে সম্মানিত করা হয় এবং তাকে স্মরণে রাখার জন্য ডঃ বিধান চন্দ্র রায় সম্মান শুরু করা হয় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা।

প্রতিবছর পয়লা জুলাই বছরের সেরা ডাক্তারগণকে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়ে ডঃ বিসি রায় সম্মানে সম্মানিত করা হয়।

প্রথম ডঃ বিধান চন্দ্র রায় সম্মান দেওয়া হয় ১৯৭৩ সালের ১ লা জুলাই সন্দীপ মুখার্জীকে।

কোন বছর কতজন ডাক্তার এই পুরষ্কার পেয়েছিলেন।

নামসাল
সন্দীপ মুখার্জি১৯৭৩
নাগরুর গোপীনাথ১৯৭৮
পিএসআরকে হরনাথ১৯৭৯
বিক্রম মারওয়াহ১৯৭৯
এমএন ঘোষ১৯৮০
শ্রী জে জি জলি১৯৮১
এসপি গুপ্ত MD১৯৮৩
ওম দত্ত গুলাটি১৯৮১
এমএমএস আহুজা১৯৮২
পেরুগু শিভা রেড্ডি১৯৮২
শ্রী প্রভু দয়াল নিগম১৯৮৩
প্রেম নাথ ওয়াহী১৯৮৪
জগজিৎ সিং চোপড়া১৯৮৬
আটলুরি শ্রীমান নারায়ণ১৯৮৯
দীনেশ কে ভার্গব১৯৮৯
কিরপাল সিং চুগ১৯৯৩
পিন্নামানেনি নরসিংহরাও১৯৯৩
এমএল কুলকার্নি১৯৯৪
ভিএস নটরাজন১৯৯৪
দলজিৎ সিং১৯৯৪
অধ্যাপক ড. পিভি চালাপতি রাও১৯৯৫
শিবপথম ভিট্টল১৯৯৫
উইলফ্রেড ডি সুজা১৯৯৬
ম্যাথু স্যামুয়েল কালরিকাল১৯৯৬
জিবি পারুলকার১৯৯৭
অর্জুনান রাজশেকরন১৯৯৮
শশাঙ্ক মোহন বোস১৯৯৮
বেলে মোনাপ্পা হেগড়ে১৯৯৯
কেএ অশোক পাই১৯৯৯
উপেন্দ্র কৌল১৯৯৯
বিসি দাস১৯৯৯
ফারুক আবদুল্লাহ১৯৯৯
ডাঃ শিবদেও এস বাপট১৯৯৯
S.Arulrhaj২০০০
মঞ্জু গীতা মিশ্র২০০০
শশাঙ্ক মোহন বোস২০০০
I. সত্যমূর্তি২০০১
মায়িলবাহনন নটরাজন২০০১
এস কে সামা২০০১
নীলিমা অরুণ ক্ষীরসাগর২০০২
ভিভি রাধাকৃষ্ণান২০০২
কে কে তালওয়ার২০০২
আব্রাহাম জি. থমাস২০০২
সঞ্জীব মালিক এবং এ কে কেসান্না২০০২
এন কে ভেঙ্কটারমনা২০০২
নারায়ণ পানিকার কচুপিল্লাই২০০২
লক্ষ্মী চাঁদ গুপ্ত২০০২
পুরুষোত্তম লাল২০০৩ – ২০০৪
বিনয় কুমার কাপুর২০০৩ – ২০০৪
ভি কে পুরী২০০৩ – ২০০৪
এম সি পান্ত২০০৩ – ২০০৪
শালি আওয়াস্থি২০০৩ – ২০০৪
টি ভি দেবরাজন২০০৩ – ২০০৪
সুনীল প্রধান২০০৩ – ২০০৪
অমরিন্দর জিৎ কানওয়ার২০০৫ – ২০১৩
ভি মোহন, নরেশ ত্রেহান, কে কে আগরওয়াল, অজয় কুমার, অনুপ মিশ্র এবং ললিত কুমার, এস এম বালাজি, এন কে পান্ডে২০০৫ – ২০১৩
যোগেশ কুমার চাওলা, রায়পু রমেশ বাবু, পি কে বিলওয়ানি এবং প্রকাশ বি বেহেরে২০০৫ – ২০১৩
অমিত বন্দ্যোপাধ্যায়২০০৫ – ২০১৩
পি ভারালক্ষ্মী, আর কে ধীমান এবং এস আর মিত্তল২০০৫ – ২০১৩
অনুপম সচদেব, অলকা কৃপালানি, এ কে মহাপাত্র, দ্রুপদ নওতামলাল ছত্রপতি এবং গণেশ গোপালকৃষ্ণন২০০৫ – ২০১৩
নিখিল সি মুন্সি২০০৫ – ২০১৩
তেজস প্যাটেল২০০৫ – ২০১৩
নিখিল ট্যান্ডন২০০৫ – ২০১৩
কোডাগানুর এস গোপীনাথ২০০৫ – ২০১৩
ডাঃ এইচ সুদর্শন বল্লাল২০০৫ – ২০১৩
মিলিন্দ বসন্ত কীর্তনে২০০৫ – ২০১৩
মহেশ ভার্মা২০০৫ – ২০১৩
কুমার এল প্রধান২০০৫ – ২০১৩
সঞ্জীব বাগাই২০০৫ – ২০১৩
গুরপ্রীত সিং ওয়ান্ডার২০০৫ – ২০১৩
সি ভি হরিনারায়ণ২০০৫ – ২০১৩
মতি লাল সিং২০০৫ – ২০১৩
আনন্দ বিআর২০১৪
অরবিন্দ কুমার২০১৪
রণদীপ গুলেরিয়া২০১৪
রবি কান্ত২০১৪
অশ্বনী কুমার২০১৪
রাজেশ মালহোত্রা২০১৪
রাকেশ যাদব২০১৪
পিভিএলএন মূর্তি২০১৪
জনক দেশাই২০১৪
রাজেশ উপাধ্যায়২০১৪
বিনয় করক২০১৪
অশোক রাজগোপাল২০১৪
দবিন্দর সিং রানা২০১৪
রামা রেড্ডি করি২০১৪
জিতেন্দর বি প্যাটেল২০১৪
সুদীপ্ত রায়২০১৪
সি. পালানিভেলু২০১৫
অশোক শেঠ২০১৫
এন সঞ্জীব রেড্ডি২০১৫
সিএস যাদব২০১৫
এ কে বিসোই২০১৫
ডিজে বোরাহ২০১৫
অরুণ ঠাকুর২০১৫
এইচপি ভালোদিয়া২০১৫
পরিমল এম দেশাই২০১৫
আনন্দ খাখার২০১৫
অমব্রিশ মিত্তাল২০১৫
অমলেশ শেঠ২০১৫
একটি মার্থান্ডা পিল্লাই২০১৫
জন এবনেজার২০১৫
একটি আরুলভিসাগান২০১৫
জে বি শর্মা২০১৫
বিপুল আর প্যাটেল২০১৬
অনিল কুমার চতুর্বেদী২০১৬
প্রেম নাথ ডোগরা২০১৬
এম. উন্নীকৃষ্ণন২০১৬
জিএস উমামাহেশ্বরা রাও২০১৬
বেদ প্রকাশ মিশ্র২০১৬
রাজেশ্বর দয়াল২০১৬
সঞ্জয় বলবন্ত কুলকার্নি২০১৬
ওপি যাদব২০১৬
পবনীন্দ্র লাল২০১৬
ডি. রঘুনধরও২০১৬
প্রদীপ ট্যান্ডন২০১৬
ডাঃ জি ভেনুগোপাল রাও২০১৬
টি রাজাগোপাল২০১৬
সচিৎ বালসারি২০১৬
এস. গীতালক্ষ্মী২০১৬
দেবরাজ রাই২০১৬
পাল্লারিসেটি রঘু রাম২০১৬
করি রামা রেড্ডি২০১৬
পুনিত গুপ্ত২০১৬
সৈয়দ সানাউল্লাহ মোহাম্মদ তাবিশ২০১৭
অবিনাশ সুপে২০১৭
ডাঃ রশ্মি কৌর২০১৭
ডাঃ অমিত সিং২০১৭
ডাঃ ফারহিন জুবের প্যাটেল২০১৭
ডাঃ কানু ভাটিয়া২০১৭
ডাঃ এসপি ভাট২০১৭
ডাঃ সুমন প্রসাদ, এইমস২০১৭
ডাঃ সচিৎ বালসারি২০১৭
এইচ এস শশীধর২০১৮
বি কে মিশ্র২০১৮
পি রঘু রাম২০১৮
এইচআর সুরেন্দ্র২০১৮
কিরীট প্রেমজিভাই সোলাঙ্কি২০১৮
সঞ্জয় দেশাই২০১৮

Leave a Comment