পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পটি রাজ্যের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয়েছে এবং বিশেষ করে নারীদের স্বাবলম্বী করার দিকে মনোনিবেশ করে। রূপশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের মেয়েরা বিবাহের সময় এককালীন ২৫ হাজার টাকা পেয়ে থাকেন।
কোন কোন ব্যক্তি আবেদন করতে পারবেন
রূপশ্রী প্রকল্পের আওতায় আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার টাকা বা তার কম হতে হবে।
- আবেদন কারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- যার সঙ্গে বিয়ে হবে তার বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে।
কোন কোন ব্যক্তি আবেদন করতে পারবেন না
যদি কোন মহিলা আগে বিয়ে হয়ে থাকে তবে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র প্রথম বিয়ের জন্যই এই প্রকল্পে আবেদন করা যাবে।
প্রকল্প | রূপশ্রী প্রকল্প |
প্রকল্পের উদ্দেশ্য | মহিলাদের আর্থিক সহায়তা প্রদান |
সুবিধা | অর্থ সাহায্য |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের অবিবাহিত মেয়েরা |
রূপশ্রী প্রকল্পের সুবিধা
রূপশ্রী প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল মহিলাদের অর্থ সাহায্য। এই অর্থের মাধ্যমে তারা নিজেদের এবং পরিবারের জন্য নানাভাবে ব্যবহার করতে পারেন। যেমন, পড়াশোনা, বাড়ি সংস্কার, ছোটখাটো ব্যবসা শুরু ইত্যাদি।
আবেদন পদ্ধতি
অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। গ্রামে যাদের বাড়ি রয়েছে তারা BDO অফিস থেকে এবং শহরে যাদের বাড়ি তারা SDO অফিস থেকে ফর্মটি পেয়ে যাবেন। এছাড়াও রূপশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন করবার ফর্ম পেয়ে যাবেন।
ফর্ম সংগ্রহ করে সেটি সঠিক ভাবে পূরণ করে সমস্ত ডকোমেন্স যুক্ত করে যেখান থেকে ফর্ম সংগ্রহ করেছিলেন সেখানেই জমা দিতে হবে।
আরও পড়ুন- কম খরচে জীবন বীমার সুবিধা পেতে আবেদন করুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায়
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে
- আবেদনকারীর বয়েসের প্রমাণপত্র।
- পাত্রের বয়সের প্রমাণপত্র।
- বিবাহ হতে চলেছে তার প্রমাণপত্র।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
- ইনকাম সার্টিফিকেট।
রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের নারীদের স্বাবলম্বী করার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে অনেক নারী আর্থিক স্বাধীনতা অর্জন করেছেন এবং তাদের পরিবারের জীবনমান উন্নত করেছেন।
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wbrupashree.gov.in/ |