রাজ্য সরকারের সবচেয়ে সফল প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। সাধারণত মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের সূচনা করেছিলেন। প্রথম অবস্থায় সাধারন মহিলাদের ৫০০ টাকা এবং তপসিলি জাতি এবং উপজাতির মহিলাদের ১০০০ টাকা দেওয়া হলেও বর্তমানে এই প্রকল্পে সাধারণ মহিলাদের ১০০০ টাকা এবং তপসিলি জাতি এবং উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য ২০২১ সালে শুরু করা হয়। এই প্রকল্পের আওতায় যে সমস্ত মহিলারা নাম নতিভুক্ত করান তারা প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা তাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যান। এই টাকা দিয়ে মহিলারা তাদের দৈনন্দিন খরচ মেটান।
প্রকল্প | লক্ষ্মীর ভান্ডার |
সুবিধা | মহিলাদের আর্থিক সহায়তা |
সূচনা | ২০২১ |
উদ্যোক্তা | পশ্চিমবঙ্গ সরকার |
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কারা পাবেন?
- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদন কারীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে।
- আবেদনকারী কোনোরকম সরকারী কর্মাচারী হলে এই প্রকল্পে আবেদন জানাতে পারবে না।
- রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন- মুদ্রা লোন নিয়ে বড় করুন আপনার ব্যবসা। বিস্তারিত জেনে নিন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের ডকোমেন্স
- আবেদনকারীর পরিচয়পত্র
- আবেদনকারীর স্বাস্থ্য সাথী কার্ড
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
- আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার
- আবেদনকারী তপসিলি জাতি এবং উপজাতি কাস্টের হলে তার প্রমাণপত্র।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের পদ্ধতি
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে দুয়ারে সরকার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি সংগ্রহ করতে হবে। এবপর সেই ফর্ম সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় সমস্ত ডকোমেন্স সঠিক ভাবে যুক্ত করে আবার দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।
হেল্পলাইন নাম্বার | 033-23341563 |
হেল্পলাইন ইমেল | support.lakhsmirbhandar-wb@nic.in |