আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তবে সেই আবেদনপত্রের স্ট্যাটাস চেক করার জন্য রাজ্য সরকার একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মাত্র ২ মিনিটে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা যেকোনো প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন।
স্ট্যাটাস চেক করবার পূর্বের পদ্ধতি
কিছুদিন আগে পর্যন্ত আপনাকে দুয়ারে সরকারে আবেদন করা কোনো প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হলে বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে ছুটতে হতো। বর্তমানেও আপনি এই পদ্ধতির মাধ্যমে আপনার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন।
মোবাইলের মাধ্যমে দুয়ারে সরকার প্রকল্পের স্ট্যাটাস চেক
- আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে আসুন।
- এরপর গুগলের সার্চ বক্সে Check Your Application Status – Duare Sarkar লিখে সার্চ করুন।
- এরপর সর্বপ্রথম দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর আপনার সামনে দুটো তথ্য চাওয়া হবে। মোবাইল নাম্বার এবং আপনি যে প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেটি।
- আপনি নির্দিষ্ট ঘরে মোবাইল নাম্বার বসিয়ে দিন। (মনে রাখবেন, আপনি প্রকল্পে আবেদন করবার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেটাই এখানে লিখবেন।
- এরপর দ্বিতীয় বক্সে আপনার নির্দিষ্ট প্রকল্প সিলেক্ট করুন।
- এরপর Submit অপশনে ক্লিক করুন।
প্রকল্প | দুয়ারে সরকার |
প্রকল্পের সুবিধা | রাজ্য সরকারের সমস্ত প্রকল্পে আবেদন |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের সাধারণ জনগন |
অফিসিয়াল ওয়েবসাইট | https://ds.wb.gov.in/ |
Check Your Application Status | https://ds.wb.gov.in/Check_Application_Status.aspx |
পরবর্তী কাজ
আপনার আবেদন যদি মঞ্জুর হয়ে থাকে তবে আপনি পরবর্তী মাস থেকেই সেই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এবং আপনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তবে আপনাকে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট কারণ জানতে হবে এবং যা ভুল হয়েছে সেটি সঠিক করে আবার নতুন করে আবেদন জমা করতে হবে।
আরও পড়ুন- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ফ্রীতে গ্যাস সিলিন্ডার পেতে কিভাবে আবেদন করবেন?
অন্যান্য পদ্ধতি।
আপনি আবেদন করবার সময়ে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেটা যদি অ্যাকটিভ থাকে তবে আবেদনের সমস্ত আপডেট আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। আপনাকে শুধু আপনার মোবাইলের মেসেজের দিকে খেয়াল রাখতে হবে।