পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করবেন কিভাবে? জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

পিএম কিষাণ যোজনা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ যোজনা। এই যোজনার আওতায় কৃষকরা প্রতিবছর ৬০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। আপনি এই প্রকল্পের টাকা না পেয়ে থাকলে ঘরে বসে এই যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং জেনে নিতে পারেন আপনি কবে টাকা পেতে চলেছেন। বা কোনো গুরুত্বপূর্ণ সমস্যা হলে সেটাও জেনে নিতে পারবেন।

পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করার পদ্ধতি

আপনি ঘরে বসে নিজের মোবাইলের সাহায্যে খুব সহজে এই প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। যোজনার স্ট্যাটাস চেক করবার জন্য আপনাকে নিচের ধাপগুলি ফলো করতে হবে,

  • পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • Know Your Status অপশনে ক্লিক করতে হবে।
  • Enter Registration No এর ঘরে নিজের পিএম কিষানের রেজিষ্ট্রেশন নাম্বার বসাতে হবে।
  • ক্যাপচা কোর্ডের ঘরে সঠিক ভাবে ক্যাপচা কোর্ডটি পূরণ করতে হবে।
  • Get OTP অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিষ্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটা Enter OTP এর ঘরে বসাতে হবে।
  • এরপর Get Data অপশনে ক্লিক করতে হবে।
  • এবং এরপর আপনার সামনে পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস দেখা যাবে।

আরও পড়ুন- ব্যবসার জন্য গাড়ি কিনতে পশ্চিমবঙ্গ সরকার ১ লক্ষ টাকা অনুদান দিচ্ছে।

স্ট্যাটাসে কি কি গুরুত্বপূর্ণ জিনিস চেক করবেন?

  • Land Seeding: Yes রয়েছে কিনা
  • e-KYC Status: Yes রয়েছে কিনা
  • Aadhaar Bank Account Seeding Status: Yes রয়েছে কিনা

এই তিনটির যদি কোনো একটি Yes না থাকে তবে আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

মনে রাখবেন,

  • আধার কার্ড: আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে।
  • মোবাইল নম্বর: আপনার মোবাইল নম্বরও সঠিকভাবে রেজিস্টার করা থাকতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://pmkisan.gov.in/

Leave a Comment