কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা রাজ্য সরকারের তরফ থেকে ৪ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। বছরে দুবার এই প্রকল্পের টাকা দেওয়া হয় ৬ মাস পর পর।
আবেদনকারীর যোগ্যতা
- আবেদনকারী অবশ্যই একজন কৃষক হবেন: প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের সাহায্য করা, তাই আবেদনকারীকে অবশ্যই একজন কৃষক হতে হবে।
- ভূমি স্বত্ত্ব: আবেদনকারীর নিজস্ব জমি থাকতে হবে।
- রাজ্যের বাসিন্দা: আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে।
প্রকল্প | কৃষক বন্ধু |
উদ্দেশ্য | কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করা |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের কৃষক |
কারা কারা আবেদন করতে পারবে না?
- অন্য কোনো সরকারি কর্মচারী: যারা সরকারি চাকরিতে আছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
- কৃষক নয়: যারা কৃষক নন, তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
প্রকল্পের সুবিধা
- ৬ মাস অন্তর অন্তর বছরে দুবার আর্থিক সাহায্য।।
- ২ লাখ টাকা মৃত্যুজনিত সহায়তা।
আরও পড়ুন- আবেদন করুন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায়। এবং পেয়ে যান বিনামূল্যে প্রশিক্ষণ
একই পরিবারের কতজন আবেদন করতে পারবে?
একই পরিবারের একের বেশি লোক আবেদন করতে পারবে, অবশ্যই তাদের সকলের নামে জমি থাকতে হবে।
আবশ্যকীয় নথি
- আধার কার্ড
- ভোটার আইডি কার্ড
- জমিজমা সংক্রান্ত নথি
- ব্যাঙ্ক পাসবুক
- পাসপোর্ট সাইজের ছবি
আবেদন পদ্ধতি
অফলাইন: দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইন ফর্ম পূরণ করে আবেদন করা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট | https://krishakbandhu.net/ |
হেল্পলাইন নাম্বার | 8336957370/6291720406 |