লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা ১০০০ টাকা ও ১২০০ টাকা পর্যন্ত প্রতিমাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যায়। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই প্রকল্পে আবেদন করবার পর কিভাবে আপডেট চেক করা সম্ভব তা বেশিরভাগ আবেদনকারী সঠিক ভাবে বুঝে উঠতে পারেন না। সেকারনে তাদের আবেদন মঞ্জুর হলো কিনা সেটা তারা বুঝতে পারে না।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক।
গত কিছুদিন পর্যন্ত কোনো সাধারণ জনগন সরাসরি তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস নিজেরা চেক করতে পারতেন না। স্ট্যাটাস চেক করবার জন্য তাদের ছুটতে হতো বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতের অফিসে। কিন্তু কিছুদিন থেকে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এখন আপনি নিজের মোবাইল থেকে নিজের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবার পদ্ধতি নীচে উল্লেখ করা হলো।
প্রথমত
মোবালে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে পশ্চিমবঙ্গের Social Security এর ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের সরাসরি লিঙ্ক নীচে দেওয়া রইলো।
দ্বিতীয়ত
ওয়েব পেজটি ওপেন করতেই Track Application Status নামের একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনটিতে ক্লিক করুন।
আরও পড়ুন- আগস্ট মাস থেকে বদলে যাচ্ছে এই চার নিয়ম, একনজরে জেনে নিন।
তৃতীয়ত
এরপরের পেজে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বারের মাধ্যমে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি যেকোনো একটি ইনফরমেশন সঠিক স্থানে বসিয়ে ক্যাপচা কোডটি সঠিক ভাবে পূরণ করে Search অপশনে ক্লিক করুন।
চতুর্থ
এরপর আপনার সামনে আপনার আবেদনের পুরো স্ট্যাটাস চলে আসবে। আপনি এখান থেকে আপনার আবেদনপত্রের সমস্ত খুঁটিনাটি চেক করে নিতে পারবেন।
West Bengal Social Security | https://socialsecurity.wb.gov.in/ |
Track Application Status | https://socialsecurity.wb.gov.in/track-applicant |
স্ট্যাটাসে কি কি চেক করবেন?
- আপনার ফর্ম অনলাইনে তোলা হয়েছে কিনা?
- আপনার আবেদনপত্র অ্যাপ্রুভ হয়েছে কিনা।
- পেমেন্ট স্ট্যাটাস
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস
আপনার আবেদনপত্র যদি অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনি যদি ব্যাঙ্কের তথ্য সঠিক ভাবে দিয়ে থাকেন তবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন।