সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প মা প্রকল্প। এই প্রকল্পটি আরো বিভিন্ন নামে পরিচিত, যেমন- মায়ের রান্নাঘর, মা কিচেন, মা ক্যান্টিন ইত্যাদি।
মা প্রকল্প কি?
মা প্রকল্প মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের আওতায় মাত্র ৫ টাকার বিনিময়ে যেকোনো মানুষ পেট ভর্তি ডিমভাত পেয়ে যাবেন। এই প্রকল্পটি শুরু করা হয়েছে শুধুমাত্র সেই সমস্ত মানুষের জন্য যারা দুবেলা ঠিকমতো খেতে পান না এবং যারা অপুষ্টির শিকার। মূলত বয়স্ক মানুষ, শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সরকারের এই উদ্যোগ।
প্রকল্প | মা প্রকল্প |
অন্যান্য নাম | মায়ের রান্নাঘর, মা কিচেন, মা ক্যান্টিন |
উদ্দেশ্য | অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষদের ৫ টাকার বিনিময়ে পুষ্টিকর খাবার সরবরাহ |
উদ্যোক্তা | পশ্চিমবঙ্গ সরকার |
অফিসিয়াল ওয়েবসাইট | https://sudawb.org/ |
খাবারে আপনি কি কি পাবেন?
মূলত ৫ টাকার বিনিময়ে আপনি ডিমভাত পেয়ে যাবেন এবং তারই সঙ্গে সবজি থাকবে। সরকারের মূল উদ্দেশ্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং তা গোটা পশ্চিমবঙ্গের সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া যেখানকার মানুষ পুষ্টির অভাবে ভুগছে।
মা প্রকল্পের সুবিধা
প্রকল্পটি যে সময় শুরু হয়েছিল সে সময় পশ্চিমবঙ্গ সরকার ১০০ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করেন এবং প্রতি প্লেট পিছু ১৫ টাকা ভর্তুকির কথা বলেন। মা প্রকল্পের আওতায় প্রতিদিন দুপুর ১ টা থেতে ৩ টা পর্যন্ত খাবার পাওয়া যায়।
আরও পড়ুন- ই শ্রম কার্ড কি? আপনি এই কার্ড থেকে কি কি সুবিধা পাবেন।
মা প্রকল্পের সুবিধা কারা পাবেন?
- যে সমস্ত ব্যক্তির আয় কম তারা এই প্রকল্পে সুবিধা পাবেন।
- যে সমস্ত ব্যক্তি ভূমিহীন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
- যেসমস্ত ব্যক্তিরা অর্থনৈতিক ভাবে দুর্বল তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
এই প্রকল্পের সুবিধা পাবার জন্য কোনোরকম আবেদন করবার প্রয়োজন নেই। মা প্রকল্পের ভ্যান যখন আপনার এলাকার সামনে দিয়ে যাবে তখন সেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন অথবা মা প্রকল্পের কেন্দ্রে গিয়ে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মতে এটি একটি অসাধারণ প্রকল্প। কারণ বর্তমান সময়ে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেখানে দাঁড়িয়ে এই প্রকল্প দরিদ্র মানুষের পেট ভরে খাবারের জোগান দেবে।