প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের ফ্রীতে LPG কানেকশন দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় ফ্রী গ্যাস কানেকশনের সঙ্গে পরবর্তী গ্যাস সিলিন্ডারে ভর্তুকিও দেওয়া হয়। বেশিরভাগ গ্রাম্য অঞ্চলে খড়কুটো দিয়ে মহিলারা রান্না করেন এবং সেই রান্নার ধোঁয়া পরিবেশ দূষনের পাশাপাশি মহিলাদের শারীরিক ক্ষতিসাধন করে থাকে এই প্রকল্পের আওতায় এই সমস্যার অনেকাংশে সমাধান করা গেছে।
কারা কারা উজ্জ্বলা যোজনার আওতায় আবেদন করতে পারবেন?
- দরিদ্রসীমার নীচে থাকা সকল মহিলারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন
- BPL রেশন কার্ড থাকলে আবেদন করতে পারবেন।
কারা কারা আবেদন করতে পারবেন না।
- যে সমস্ত মহিলাদের বাড়িতে ইতিমধ্যেই অন্য কারোর নামে LPG কানেকশন রয়েছে তারা আবেদন করতে পারবেন না।
- পরিবারে কোনো সদস্যের সরকারি চাকরি থাকলে আবেদন করতে পারবেন না।
প্রকল্প | উজ্জ্বলা যোজনা |
সুবিধা | ফ্রীতে LPG কানেকশন প্রদান |
সুবিধাভোগী | দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলা |
অফিসিয়াল ওয়েবসাইট | www.pmuy.gov.in |
গুরুত্বপূর্ণ ডকোমেন্স
- আবেদনকারীর পরিচয়পত্র
- ঠিকানার প্রমাণপত্র
- আবেদনকারীর রেশন কার্ড
- আবেদনকারীর আধার কার্ড
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট
আরও পড়ুন- চা সুন্দরী প্রকল্পে চা বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে বাসস্থান দিচ্ছে মমতা সরকার।
উজ্জ্বলা যোজনার সুবিধা
এই যোজনার আওতায় আবেদনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংযোগের সুবিধা পেয়ে থাকেন
এবং প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারে ভর্তুকির সুবিধা পেয়ে থাকেন।
আবেদন পদ্ধতি
- অফলাইন- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে হলে আপনাকে আপনার পছন্দের LPG প্রদানকারী সংস্থার অফিস থেকে উজ্জ্বলা যোজনার ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্ম নির্ভুলভাবে পূরণ করে সমস্ত ডকোমেন্স সংযোগে সেই অফিসে জমা করতে হবে।
- অনলাইন- অনলাইনে আবেদন করতে আপনাকে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে www.pmuy.gov.in ভিজিট করতে হবে এবং নিদিষ্ট ফর্মটি সঠিক ভাবে পূরণ করে সাবমিট করতে হবে।