যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে? উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য।

রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের জন্য বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের আওতায় যে সমস্ত যুবক-যুবতীরা এখনো কোনো চাকরি পায়নি অর্থাৎ বেকার তাদের প্রতিমাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। বেশ কিছুদিন ধরে যুবশ্রী প্রকল্পের আওতায় গ্রাহকরা টাকা পায়নি।

যুবশ্রী প্রকল্পের কত মাসের টাকা বাকি?

এখন‌ও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের তিনমাসের টাকা বাকি রয়েছে। এই প্রকল্পের আওতায় নাম ওঠার পর সমস্ত ডকোমেন্স জমা করার পর আবেদনকারীদের লিস্টে নাম ওঠে। এবং এরপর প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতিমাসে ১৫০০ টাকা করে সরাসরি রাজ্য সরকারের তরফে পৌঁছে দেওয়া হয়ে থাকে।

যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে?

যুবশ্রী প্রকল্পের টাকা নিয়ে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কোনোরকম আপডেট না দেখা গেলেও তাদের অফিসিয়াল ফোন নাম্বারে ফোন করে জানা গিয়েছে যে চলতি মাস অর্থাৎ আগস্ট মাসে যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে।

প্রকল্পযুবশ্রী প্রকল্প
আপডেটবকেয়া টাকা প্রদান
সময়আগস্ট মাস
অফিসিয়াল ওয়েবসাইটhttps://employmentbankwb.gov.in/yuvasree.php

আগস্ট মাসে কত মাসের টাকা দেওয়া হবে?

অফিসে ফোন করার পর ভারপ্রাপ্ত কর্মীরা জানিয়েছেন আগস্ট মাসে ৩ মাসের টাকা দেওয়া হবে। কিন্তু আমরা আগেও লক্ষ্য করেছি এক‌ই সাথে কখনোই যুবশ্রী প্রকল্পের তিনমাসের টাকা দেওয়া হয় না। হতে পারে আগস্ট মাসে দুমাসের টাকা দেওয়া হবে এবং সেপ্টেম্বরে বাকি টাকা দেওয়া হবে।

আরও পড়ুন- দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্পে আবেদন করলে তার স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

ধাপে ধাপে ঢুকবে প্রকল্পের টাকা।

যেদিন এই প্রকল্পের টাকা ছাড়া হবে সেদিন একসাথে সকলের টাকা ঢুকবে না। কারণ প্রচুর সংখ্যক আবেদনকারী এই প্রকল্পের আওতায় টাকা পায়। এবং ধাপে ধাপে সকলের টাকা অ্যাকাউন্টে আসে। টাকা দেওয়া শুরু হলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে।

যুবশ্রী প্রকল্পের সহায়ক নাম্বার

যুবশ্রী প্রকল্পের যেকোনো সমস্যার সমাধান জানতে আপনি সরাসরি 033-22376300 এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন।

Leave a Comment