মুদ্রা লোন নিয়ে বড় করুন আপনার ব্যবসা। বিস্তারিত জেনে নিন।

ভারতে যে সমস্ত ছোটো ব্যবসায়ী রয়েছে তাদের জন্য কেন্দ্রীয় সরকারের মুদ্রা লোন যোজনা। এই যোজনার আওতায় আপনি খুবই কম সুদে ১০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন।

কারা মুদ্রা লোন পাবে?

ভারতে যেসমস্ত ছোটো ব্যবসায়ী রয়েছে যেমন ট্রেডিং, ফার্মিং, ম্যানিফ্যাকচারিনের মতো ছোটো বিজনেস করেন যারা তারা এই লোন নিতে পারবেন।

লোনের ভাগ

এই লোনটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা,

  • শিশু লোন
  • কিশোর লোন
  • তরুণ লোন
লোনটাকার পরিমাণইন্টারেস্টসময়সীমা
শিশু লোন১০ থেকে ৫০ হাজারবার্ষিক ১২%৩ থেকে ৫ বছর
কিশোর লোন৫০ থেকে ৫ লক্ষবার্ষিক ১২%৩ থেকে ৫ বছর
তরুণ লোন৫ থেকে ১০ লক্ষবার্ষিক ১২%৩ থেকে ৫ বছর

শিশু লোন

আপনার বিজনেস বড়ো করবার জন্য যদি ছোটো অংকের টাকার প্রয়োজন হয় তবে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারেন। এই লোনে আপনি ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন।

কিশোর লোন

আপনার বিজনেস যদি মাঝারি লেভেলের হয় তবে আপনি কিশোর লোনের জন্য আবেদন করতে পারেন। এখানে আপনি ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এই লোন দেবার সময় আপনার সিভিল স্কোর চেক করা হবে। সিভিল স্কোর ঠিক থাকলে আপনি খুব সহজে এই লোন পেয়ে যেতে পারেন।

তরুণ লোন

আপনার বিজনেস যদি বড়ো লেভেলের হয় তবে আপনি তরুন লোনের জন্য আবেদন করতে পারেন। এই লোনে আপনি ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এই লোনের জন্যও আপনার সিভিল স্কোর চেক করা হবে।

গুরুত্বপূর্ণ- ওপরের তিনটি লোনের ক্ষেত্রেই আপনাকে বার্ষিক ১২% ইন্টারেস্ট দিতে হবে এবং এই লোন শোধের সময়সীয়া থাকবে ৩ থেকে ৫ বছর। ব্যাঙ্ক চাইলে এই সময়সীমা কমাতে বা বাড়াতে পারবে।

আরও পড়ুন- মা প্রকল্প কি? সাধারণ মানুষ কিভাবে এই প্রকল্প থেকে সুবিধা নিতে পারেন?

প্রয়োজনীয় ডকোমেন্স

  • পরিচয়পত্র
  • বাসস্থানের প্রমাণপত্র
  • দুকপি ছবি
  • বিজনেস এর প্রমানপত্র
  • কাস্ট সার্টিফিকেট

আবেদন ফ্রী

শিশু এবং কিশোর লোনে আবেদনের সময় কোনোরকম আবেদন ফ্রী লাগবে না কিন্তু তরুণ লোনের ক্ষেত্রে ০.৫% প্রসেসিং ফি আপনাকে জমা করতে হবে।

আবেদন পদ্ধতি

আপনি যে ব্যাঙ্ক থেকে লোন নিতে চান সেই ব্যাঙ্কে সরাসরি যোগাযোগ করে এই লোনের জন্য আবেদন করতে পারেন। অথবা আপনি অনলাইনেও এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট- https://www.mudra.org.in/

Leave a Comment